ভ্রমণ

হৃদয়কাড়া ছোট্ট সোনার গাঁয়

‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’- গানটি শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন। গানটি শুনলেই আমাদের সবুজ-শ্যামল গ্রামের কথা মনে পড়ে যায়। তাই শহরের যান্ত্রিক কোলাহল ছেড়ে ঘুরে আসা যায় সেই গ্রাম থেকে।

Advertisement

সম্প্রতি নেত্রকোনার খালিয়াজুড়ি থেকে হৃদয়কাড়া ছবিগুলো তুলেছেন জাগো নিউজের আলোকচিত্রী মাহবুব আলম।

দুরন্ত শৈশবদুরন্ত শৈশবের বাধভাঙা উল্লাসে মেতে উঠেছে দুটি কন্যাশিশু। এমন অবাধ উন্মুক্ততা জুড়িয়ে দেবে আপনার চোখ। শুধু গ্রামেই এমন দৃশ্য চোখে পড়ে।

পাতা কুড়ানিপ্রতিদিনের জ্বালানি তারা মাঠে-ঘাটেই কুড়িয়ে পান। আর এমন বসন্তে পান ঝরা পাতা। পাতাদের সংসারে পাতা কুড়ানিরা ছড়িয়ে-ছিটিয়ে আছে গ্রামবাংলায়।

Advertisement

স্নানপূজাসনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দেখা যায় স্নানের সময় পূজা করতে। এমন সাজে কোনো সন্ন্যাসী কিংবা পুরোহিতকে দেখতে যেতে পারেন গ্রামে।

পাঠশালাছেলেকে পাঠশালায় পাঠাতে মায়ের তাগাদার অন্ত নেই। ছেলেবেলা তো দুষ্টুমি আর ফাঁকিতে ভরা। তাই মায়ের চিন্তাও বেশি।

আয় চইচইসকাল কিংবা সন্ধ্যায় ‘আয় আয় চইচই’ ডাক শুনলেই বুঝে নেবেন আপনি কোনো গ্রামে আছেন। প্রিয় হাঁসগুলোকে ঘরে ফেরানোর তাড়া বুঝি এমনই হয়।

এসইউ/পিআর

Advertisement