শিক্ষা

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিনিয়োগে আগ্রহী জার্মান

বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জার্মান সরকার।

Advertisement

রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সঙ্গে জার্মান সরকারের প্রতিনিধি দলের সঙ্গে এক সাক্ষাতে তারা এ প্রস্তাব দেন।

সভায় উপস্থিত ছিলেন জার্মানির প্রতিনিধি ক্রিসচিয়ান ভন মিজলাফ, প্রোমোশন অব সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট স্ট্যান্ডার্ডাস ইন দ্য ইন্ডাস্ট্রি (পিএসইএস), সিনিয়র অ্যাডভাইজার আফসারউদ্দিন আহমেদ প্রমুখ।

মিজলাফ ইউজিসি চেয়ারম্যানকে অবহিত করেন যে, জার্মান সরকার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে এদেশের টেক্সটাইল এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে কাজ করতে আগ্রহী। এছাড়া উচ্চশিক্ষা ক্ষেত্রে টিচিং-লার্নিং এবং গবেষণার মান উন্নয়নে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্যদের প্রশিক্ষণ দিতে আগ্রহ জানান।

Advertisement

ইউজিসি চেয়ারম্যান বলেন, প্রকল্পটি দেশের টেক্সটাইল শিক্ষার সক্ষমতা বাড়াতে এবং টেক্সটাইল সেক্টরের উচ্চশিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

এ সময় উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, ড. দিল আফরোজা বেগম, ড. এম. শাহ্ নওয়াজ আলি, ইউজিসি সচিব ড. মো. খালেদ প্রমুখ।

এমএইচএম/জেএইচ/পিআর

Advertisement