দেশজুড়ে

বরিশালে ৬ জন নিহতের ঘটনায় ট্রাক চালকের বিরদ্ধে মামলা

বরিশাল নগরীর কাশিপুরের বাঁশতলা এলাকায় ট্রাক ও মাহিন্দ্র টেম্পুর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘাতক ট্রাক চালকের বিরদ্ধে মামলা দায়ের করা হয়েছে । এই দুর্ঘটনায় দুই নারীসহ ৬ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বিমানবন্দর থানার এসআই সুমন হালদার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।আসামী ট্রাক চালক জাহাঙ্গীর হোসেনের বাড়ী সাতক্ষীরা জেলায়। দুর্ঘটনার পর থেকে ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছেন।নিহতরা হচ্ছেন, টেম্পু চালক স্বপন দাস (৪৫), মালেকা বেগম (৫৫), তার ছেলে বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২য় বর্ষের ছাত্র মামুন-অর রশিদ (২০), আলতাফ হোসেন মৃধা (৫০), সোহরাব হোসেন (৬০) ও লাভলী বেগম (৪০)।নিহতরা বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ও পাংশা গ্রামের বাসিন্দা। হাসপাতালে চিকিৎসাধীনরা হচ্ছেন মুক্তা (১০), মৌসুমী (৩২), সাজ্জাদ (৩৫), আব্দুল্লাহ, জয়নাল ও রাসেল।বিমানবন্দর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান জাগো নিউজকে জানান, বাবুগঞ্জের রহমতপুর থেকে যাত্রী নিয়ে টেম্পুটি (বরিশাল থ - ১১-৭০৩) বরিশালের দিকে যাচ্ছিল। কাশীপুরের বাশতলা এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা তরমুজ বোঝাই একটি ট্রাকের (সাতক্ষীরা-ট-১১-০১২৫) সঙ্গে টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। টেম্পুটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। এতে টেম্পু চালকসহ ৫ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা উদ্ধার করে ৭ জনকে বরিশাল মেডিকেলে পাঠান। আহতদের মধ্যে একজন বেলা সাড়ে ১১টার দিকে মেডিকেল মারা যান।  এ ঘটনায় ট্রাক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।শেবাচিম হাসপাতালের  সার্জারী ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. ইফতেখার জানান, দুর্ঘটনায় আহত রোগিদের অবস্থা ৭২ ঘন্টা না পেরোলে নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়। এই ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়েছে।এমজেড/আরআইপি

Advertisement