খেলাধুলা

তামিমের ওপর আমি রাগান্বিত নই : হাথুরুসিংহে

জয়ের জন্য তখনও অনেক পথ বাকি। ৬০ রানের অপেক্ষা। উইকেটে দুর্দান্ত খেলছিলেন তামিম ইকবাল ও সাব্বির রহমান। কিন্তু পথটা দ্রুত শেষ করার জন্যই কিনা এগিয়ে এসে ছয় হাঁকাতে গেলেন তামিম। শূন্যে ওঠা বল মিডঅন থেকে দৌড়ে গিয়ে লুফে নেন দিনেশ চান্দিমাল। আর তখন হাত নেড়ে বিরক্তি প্রকাশ করেন বাংলাদেশ কোচ হাথুরুসিংহে। টিভি ক্যামেরায় পরিষ্কার তা দেখা গিয়েছিল। তবে ম্যাচ শেষে সেই হাথুরুই বললেন, তামিমের ওপর রাগ করার কিছু নেই।

Advertisement

রোববার কলম্বোর পি সারা স্টেডিয়ামে শততম টেস্টে ঐতিহাসিক জয় তুলে নেয়ার পর টিভিতে সাক্ষাৎকার দেন হাথুরুসিংহে। সেখানে বাংলাদেশ কোচ বলেন, ‘ছেলেরা খুবই আবেগী। মাঝে মাঝে জয়ের কাছাকাছি চলে আসলে তাদের আবেগটা উপচে পড়ে। এটা ভালো থেকেই আসে। উঁচু পর্যায়ের ক্রিকেটে চাপ থেকেই আসে। আমি তামিমের আউটে রাগান্বিত হতে পারি না।’

দুই ইনিংসেই দারুণ সূচনা এনে দিয়েছেন তামিম। হয়েছেন ম্যাচ সেরা। তাই তামিমের আউটে সাময়িক বিরক্তি প্রকাশ করলেও এ শিষ্যের ওপর দারুণ খুশি কোচ, ‘গত কয়েক বছর থেকেই তামিম সকল সংস্করণেই দারুণ ক্রিকেট খেলে যাচ্ছে। সে দলের অভিজ্ঞ সদস্য; তার দায়িত্ব পালন করে যাচ্ছে।’

শততম টেস্টে জয়ে দারুণ তৃপ্ত কোচ। এ জয়টা নিজেদের প্রাপ্য ছিল বলে জানান তিনি। প্রথম ইনিংসে লিডই দলকে জয় পেতে সহায়তা করেছে বলে মনে করেন এ লঙ্কান, ‘ছেলেদের এ জয়টা প্রাপ্য ছিল। তারা অনেক কঠোর পরিশ্রম করেছে। আমি খুবই খুশি তাদের জন্য। আমরা জানতাম, আমাদের কিছু পরিবর্তন আনা দরকার ছিল। তৃতীয় দিনে লিড নেয়াটা অনেক গুরুত্বপূর্ণ ছিল।’

Advertisement

আরটি/এনইউ/জেআইএম