খেলাধুলা

শততম টেস্টে জয়ের অনুভূতিই আলাদা : সাকিব

গলে প্রথম টেস্টে বড় পরাজয়ই মানতে হয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় ও শেষ টেস্ট যা কিনা বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ, সে ম্যাচে নামার আগে নানারকম নাটক। চার-চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামেন টাইগাররা। তবে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে মুশফিকরা। আর শততম টেস্টে জয় তুলে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জানান, এ জয়ের চেয়ে ভালো কিছুই হতে পারে না।

Advertisement

শততম টেস্টে ঐতিহাসিক জয়ের পর টিভিতে সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘শ্রীলঙ্কায় টেস্ট জয়ের অনুভূতিই অন্যরকম। ১০০তম টেস্টে জয়, এর চেয়ে ভালো কিছুই হতে পারে না। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এক জয়। এটা খুব সহজ ছিল না। প্রথম টেস্টে হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল আমাদের। আমরা তা করতে পেরেছি।’

গত কয়েক বছর ধরেই দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। তবে এর অধিকাংশই এসেছে ঘরের মাঠে। তাই দেশের বাইরে ভালো খেলার প্রত্যয় ছিল টাইগারদের। আর তা করতে পেরে দারুণ খুশি সাকিব। এ ধারা ধরে রেখে ভবিষ্যতে আরও জয় এনে দেয়ার অঙ্গীকারও করেন তিনি।

‘আমরা যেভাবে উন্নতি করছি, ভবিষ্যতে আমরা আরও অনেক ম্যাচ জিতব। আমাদের ঘরের মাঠে খুব ভালো সময় কেটেছে। আমাদের দেশের বাইরে ভালো খেলার প্রয়োজন ছিল। আমরা জানতাম আমরা ২০০ রান চেজ করতে পারতাম। আমরা জানতাম আমরা আমাদের মতো খেললে রান করতে পারবো।’

Advertisement

রোববার কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেটের জয় পায় বাংলাদেশ। তবে জয়টি হয়তো আরও বড় হতে পারত টাইগারদের। শ্রীলঙ্কার ইনিংসের শেষ দিকে দারুণ জুটি গড়েন স্বাগতিক ব্যাটসম্যানরা। তবে শেষ পর্যন্ত জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফিরিছে বাংলাদেশ।

আরটি/এনইউ/পিআর