দেশজুড়ে

গুলির নির্দেশ : ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ

ম্যাজিস্ট্রেট গুলি করার আদেশ দিয়েছেন-এমন গুজবে ব্যবসায়ী ও শ্রমিকরা মিলে এক ম্যাজিস্ট্রেটকে প্রায় দু’ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। নগরীর বাকলিয়া থানার চাকতাইয়ে চালের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গেলে এমন বিক্ষোভের মুখে পড়তে হয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর রহমানকে।বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটেছে। বিকেল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত লোকজনকে শান্ত করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পাটজাত বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তায় ভরে চাল বিক্রির বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে চাকতাই চাল পট্টিতে অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভেড়া মার্কেটের পাঁচটি চালের আড়তকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভেড়া মার্কেটের সামনে থেকে বেরিয়ে ম্যাজিস্ট্রেট আরেকটি মার্কেটে ঢোকার মুহুর্তে বিক্ষোভের মুখে পড়েন। চাকতাই চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম জানান, হাজার হাজার লোক ভ্রাম্যমাণ আদালতের অন্যায় জরিমানার প্রতিবাদে ম্যাজিস্ট্রেটকে ঘেরাও করেন। এসময় তিনি তার সঙ্গে থাকা পুলিশকে গুলি করার নির্দেশ দেন। এটা শুনে লোকজন আরও ক্ষুব্ধ হয়ে উঠেন। তারা ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করতে চাইলে আমরা গিয়ে তাকে সোনালী ব্যাংকের তিনতলায় ব্যবসায়ী সমিতির কার্যালয়ে নিয়ে আসি। তবে গুলির নির্দেশের অভিযোগ অস্বীকার করে ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান জানান, গুলি করার নির্দেশ দেয়ার প্রশ্নই আসে না। তারা গুজব ছড়িয়ে শ্রমিকদের উত্তেজিত করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল।  বাকলিয়া থানা পুলিশের ওসি মোহাম্মদ মহসিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এসময় ম্যাজিস্ট্রেট সমিতির অফিসে বসে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলাপ করছিলেন। আমরা লোকজনকে শান্ত করার পর ম্যাজিস্ট্রেট ফিরে যান। এমএএস/আরআইপি

Advertisement