খেলাধুলা

সাকিব-মুশফিক জুটিই বাংলাদেশের সেরা

বাংলাদেশ ক্রিকেট দলের আরও একটি নতুন রেকর্ড গড়লেন বিশ্ব সেরা সাকিব আল হাসান। তবে এবারের রেকর্ডটার মালিক তিনি নিজে একা নন। দীর্ঘদিনের সঙ্গী অধিনায়ক মুশফিকুর রহীমকে নিয়ে এ রেকর্ড গড়েন তিনি। এ দুই ব্যাটসম্যানের জুটিই এখন বাংলাদেশের সেরা। দেশের পক্ষে সাকিব-মুশফিকের জুটিতে এসেছে সর্বোচ্চ রান।

Advertisement

শততম টেস্টে প্রথম ইনিংসে ৯২ রানের জুটি গড়ে নতুন এ রেকর্ডের দ্বারপ্রান্তে চলে আসেন সাকিব-মুশফিক। ১০ রান দূরে ছিলেন তারা। রোববার চা বিরতিতে যাওয়ার আগে অপরাজিত ১৩ রানের জুটি গড়ে নতুন এ রেকর্ড গড়েন দেশের সেরা এ দুই তারকা। দেশের পক্ষে সর্বোচ্চ ২২৭৮ রান করেছেন তারা। তবে নিজেদের রেকর্ডকে সমৃদ্ধ করার আরও সুযোগ পাচ্ছেন তারা।

এর আগে সর্বোচ্চ রানের জুটির রেকর্ডটি ছিল তামিম ইকবাল ও ইমরুল কায়েসের। এ দুই ব্যাটসম্যান ২২৭৫ রান করেছেন। তবে আজ সুযোগ এসেছিল নিজেদের রেকর্ডটিকে সমৃদ্ধ করে নেবার। তবে প্রথম বলেই সাজঘরে ফিরেছেন ইমরুল কায়েস। ফলে কোন রানই যোগ করতে পারেনি এ জুটি।শততম টেস্টে অনেক মাইলফলকই অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে এক টেস্টে ও টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড গড়েন সৌম্য। এ টেস্টেই নিজের শততম ডিসমিসালও করেন উইকেটরক্ষক মুশফিকুর রহীম।আরটি/এমআর/পিআর

Advertisement