জাতীয়

বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি

বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ ‘আইন ১৯৯১’ এর বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন গণমোর্চা। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক গণজমায়েতে এ দাবি জানায় সংগঠনটি।

Advertisement

বক্তারা বলেন, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ ‘আইন ১৯৯১’ এর পুনঃবাস্তবায়ন না হওয়ায় বাংলাদেশের ৮০ শতাংশ ভাড়াটিয়া বাড়ি মালিকদের হাতে জিম্মি ও সীমাহীন শোষণের শিকার হচ্ছে। এ নির্যাতন ও শোষণ বন্ধের জন্য আমরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছি।

তারা আরও বলেন, এ আইনের বাস্তবায়ন না হওয়ায় দেশের বিভিন্ন শহরের ভাড়াটিয়াদের জীবনের ন্যূনতম স্বাচ্ছন্দ্য নেই। তাই আমরা সরকারের কাছে জোড় দাবি জানাচ্ছি ভাড়াটিয়াদের কথা চিন্তা করে দ্রুত ভাড়া নিয়ন্ত্রণ ‘আইন ১৯৯১’ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দেশের নির্যাতিত ভাড়াটিয়ারা রাজপথে নেমে আসবে।

গণজমায়েতে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার, ভারপ্রাপ্ত মহাসচিব তোজাম্মেল হক তাজিম, গণজমায়েতে জাগো বাঙালির চেয়ারম্যান মেজর (অব.) ডা. হাবিবুর রহমান, বাংলাদেশ ন্যায়বিচার পার্টির সভাপতি হোসেন খান লিটন, নাগরিক অধিকার পার্টির চেয়ারম্যান দুলাল সাহা প্রমুখ।

Advertisement

এএস/জেডএ/এমএস