আন্তর্জাতিক

পেরুতে আকস্মিক বন্যা-ভূমিধসে ৭২ জনের মৃত্যু

পেরুতে আকস্মিক বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে। রাজধানী লিমার বেশ কিছু স্থানে বন্যার কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যার কারণে বিভিন্ন স্থানে খাবার পানির সংকট দেখা দিয়েছে। খবর এএফপির।

Advertisement

শনিবার কর্তৃপক্ষ ঘোষণা করেছে, দেশে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় এ পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে।

দক্ষিণ আমেরিকার এই দেশটিতে প্রায় তিন কোটি মানুষ বাস করে। আকস্মিক বন্যা ও ভূমিধসে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এক সপ্তাহ ধরে চলা ভারী বর্ষণের কারণে চলতি সপ্তাহে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে, রাজধানী লিমার প্রায় ১ কোটি বাসিন্দা বন্যা পরিস্থিতিতে পরেছেন।

Advertisement

তাদের মধ্যেই অধিকাংশই শুক্রবার সকালে ঘুম থেকে উঠে নিজেদের বাড়ি-ঘরে পানি দেখতে পেয়েছেন। এর জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। বৃহস্পতি এবং শুক্রবার উত্তরাঞ্চলীয় ওতুজকো শহরে ভূমিধসের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

টিটিএন/এমএস