আন্তর্জাতিক

সৌদি আরবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবে আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শুক্রবার রাতে ইয়েমেন থেকে ওই হামলার প্রচেষ্টা চালানো হয়।

Advertisement

সৌদি জোটের তরফ থেকে জানানো হয়েছে, ইয়েমেনের সেনা ক্যাম্পে হুথি বিদ্রোহীদের হামলায় এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে।

জোটের তরফ থেকে আরো জানানো হয়েছে, জাযান প্রদেশে ওই ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার আগেই তা প্রতিহত করা হয়েছে।

দীর্ঘদিন ধরেই ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছে সৌদি জোট। বৃহস্পতিবার ইয়েমেনের মিদি উপকূলে হামলা চালিয়ে হুথি বিদ্রোহীদের তিনটি নৌকা ধ্বংস করা হয়েছে। ওই নৌকাগুলো জোটের জাহাজে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল।

Advertisement

ইয়েমেন সরকারের সঙ্গে জোট হয়ে লড়াই করায় হুথিদের টার্গেটে পরিণত হয়েছে সৌদি। এর আগেও জাযান প্রদেশসহ আরো বেশ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে হুথিরা।

টিটিএন/এমএস