বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় এসএমই মেলার সময় একদিন বাড়ানো হয়েছে। রোববার মেলা শেষ হওয়ার কথা থাকলেও আগামী সোমবার (২০ মার্চ) পর্যন্ত সময় বাড়িয়েছে এসএমই ফাউন্ডেশন। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।বুধবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ মেলার উদ্বোধন করেন। ক্রেতা-বিক্রেতাদের চাহিদা এবং এসএমই সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অনুরোধের পরিপ্রেক্ষিতে মেলা একদিন বোড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।এসএমই ফাউন্ডেশন পঞ্চমবারের মতো ‘জাতীয় এসএমই মেলা আয়োজন-২০১৭’ করছে। মেলায় সারাদেশ থেকে ২০০টি এসএমই প্রতিষ্ঠান ২১৬টি স্টলে তাদের উৎপাদিত পণ্য নিয়ে অংশগ্রহণ করছে।মেলায় দেশে উৎপাদিত পাটজাত, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশী পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে।কোনো বিদেশি পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে না। মেলা প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত চলছে। মেলায় কোনো প্রবেশ মূল্য নেই।এমএ/বিএ/আরআইপি
Advertisement