রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় বিমানবন্দর থানায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।শনিবার ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈনুদ্দিন সিদ্দিকী এ দিন ধার্য করেন।এর আগে শুক্রবার রাতে রাজধানীর বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন র্যাবের এসআই রাশেদুজ্জামান। মামলায় অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করা হয়।উল্লেখ্য, শুক্রবার দুপুরের দিকে রাজধানীর আশকোনায় হজক্যাম্প সংলগ্ন অস্থায়ী র্যাব ক্যাম্পে এক যুবক আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হন।আশকোনায় হজক্যাম্প সংলগ্ন এলাকায় র্যাবের প্রস্তাবিত সদর দফতর নির্মাণাধীন। সেখানে ওই যুবক দেয়াল টপকে প্রবেশের চেষ্টা করে। এ সময় কয়েকজন র্যাব সদস্য ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।জেএ/বিএ/জেআইএম
Advertisement