শুক্রবার রাজধানীর আশকোনায় হজ ক্যাম্প সংলগ্ন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে যে যুবক নিহত হয়েছেন নিজেকে তার মা দাবি করছেন এক নারী।শনিবার সকালে র্যাব ক্যাম্পে গিয়ে নিজেকে ওই যুবকের মা বলে দাবি করেন ওই নারী।ওই নারীর দাবি, নিহতের নাম রফিকুল ইসলাম। বাড়ি বরিশালের পিরোজপুর।তাকে র্যাব ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এ বিষয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, সকালে এক নারী নিজেকে নিহত জঙ্গির মা দাবি করেন। র্যাব তাকে ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করছে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।শুক্রবারের হামলায় হামলাকারী বাদে আর কেউ নিহত হননি। তবে এতে র্যাবের দুই সদস্য আহত হন।ওই ঘটনার পর ২৪ ঘণ্টা না পেরোতেই শনিবার ভোরে আবার হামলার চেষ্টা হয় র্যাবের ওপর। শনিবার রাজধানীর খিলগাঁওয়ে র্যাব চেকপোস্টে বিস্ফোরক নিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেন এক যুবক। চেকপোস্টে থাকা র্যাব সদস্যদের গুলিতে তিনি নিহত হন। এআর/এনএফ/এমএস/এমএস
Advertisement