ইউরোপা লিগের শেষ আটের লড়াইয়ে সহজ প্রতিপক্ষ পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেমিতে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ইংলিশ জায়ান্টদের প্রতিপক্ষ বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখটকে। বেলজিয়ামের সবচেয়ে সফল এই ক্লাবটি তাদের ঘরোয়া লিগের ৩৩টি শিরোপা জিতেছে। তবে ম্যানচেস্টারের বিপক্ষে এ পর্যন্ত ছয়বার দেখায় একবারও জয় পায়নি দলটি। উল্টো ১০-০ গোলে হারের রেকর্ডও রয়েছে। এদিকে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মান বুন্দেসলিগার ক্লাব শালকে জিরোফোরকে। স্পেনের ক্লাব সেল্টা ভিগো পেয়েছে আরেক বেলজিয়ান ক্লাব জেনকে। আর ফ্রান্সের ক্লাব লায়ন প্রতিপক্ষ হিসেবে পেয়েছে তুরস্কের ক্লাব বেসিকতাসকে।উল্লেখ্য, ১৩ এপ্রিল উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলা অনুষ্ঠিত হবে। আর পরের সপ্তাহে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগের খেলা।এমআর/এমএস
Advertisement