তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, বিজিডি ই-গভ সিআইআরটি সাইবার আক্রমণ মোকাবেলা ও প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সিআইআরটি গঠনে সহযোগিতা করছে। এ পর্যন্ত ৭০টি সরকারি অফিসের ওয়েবসাইটের ভালনেরাবিলিটি স্টেস করা হয়েছে। সরকারি কর্মকর্তা ও আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫৫৬ জনকে সাইবার সিকিউরিটি, ডিজিটাল ফরেনসিক, ইথিক্যাল হ্যাকার (সিইএইচ), ম্যালওয়ার অ্যানালাইসিস, ম্যানিজিং ডিজিটাল ফরেনসিক ল্যাব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।এছাড়াও ইতোমধ্যে ৩১৪ সরকারি কর্মকর্তাকে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর ও দিল্লীর ইএসআই ইনস্টিটউট থেকে ই-গভ, পাবলিক সার্ভিস ট্রান্সফরমেশন, ‘এন্টারপ্রইজ অর্কিটেকচার’ আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে এবং ১২৮৫ জনকে বিভিন্ন বিষয়ে দেশে প্রশিক্ষণ দেয়া হয়েছে।এএস/এএইচ
Advertisement