রংপুরে নাশকতার অভিযোগে ছয় বিএনপি-জামায়াতকর্মীসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ পরিচালক ইলিয়াস হোসেন জানান, গ্রেফতারকৃত ছয় কর্মীর মধ্যে কোতয়ালীতে বিএনপি ও জামায়াতের একজন, মিঠাপুকুরে বিএনপি ও জামায়াতের একজন এবং পীরগাছায় বিএনপির দুইজন কর্মী রয়েছেন। তাদের বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাংচুরের অভিযোগের মামলা রয়েছে।এছাড়া একই সময়ে অভিযান চালিয়ে মাদক বিক্রি, মাদক সেবন, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, নারী নির্যাতন, ধর্ষণসহ বিভিন্ন মামলার আরও ৩৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।এসএস/এআরএস/পিআর
Advertisement