খেলাধুলা

রিয়ালকে পেয়ে রোমাঞ্চিত আনচেলত্তি

চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠার লড়াইয়ে এবার কঠিন পরীক্ষা দিতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। সেমিফাইলে তাদের মাঠে নামতে হবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিকের বিরুদ্ধে। ইউরোপ সেরার মঞ্চে রিয়ালকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে রোমাঞ্চিত বায়ার্ন মিউনিখের বর্তমান ও রিয়ালের সাবেক কোচ কার্লো আনচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারের ড্রয়ের পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ` দারুণ এক কোচের অধীনে দুর্দান্ত এক দল রিয়াল। তবে তাদের হারানোর ক্ষমতা আমাদের আছে। আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি আমার জন্য হবে বিশেষ কিছু। তাদের বিপক্ষে খেলাটা হবে রোমাঞ্চকর।`  এর আগে আনচেলত্তির অধীনে ২০১৪ সালে দশম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল রিয়াল। আর সে পথে দুই লেগের সেমি-ফাইনালে বায়ার্নকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল মাদ্রিদের ক্লাবটি। এবার আনচেলত্তির অধীনে এবার ট্রেবল শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বায়ার্ন। আর সে স্বপ্ন সত্যি করতে নিজের সাবেক ক্লাবকেই যে হারাতে হবে আনচেলত্তিকে।উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল প্রথম লেগে নিজেদের মাঠে খেলবে বায়ার্ন। ফিরতি পর্বে তারা মুখোমুখি হবে ১৮ এপ্রিল, রিয়ালের মাঠে।এমআর/এমএস

Advertisement