বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল থেকে। এই সিরিজে পাকিস্তান যদি বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় তাহলে চড়া মূল্য দিতে হবে তাদেরকে। বাংলাদেশের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারলে র্যাকঙ্কিংয়ে অষ্টম স্থানে নেমে যাবে তারা। তেমনটাই জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। বর্তমানে ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে পাকিস্তান। ৯২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে অষ্টম স্থানে। আর ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে নবম স্থানে। ওয়ানডে সিরিজের ৩টি ম্যাচেই যদি বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারে তাহলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৮১ (৭৬+৫ = ৮১)। পাকিস্তানের ঝুলি থেকে কাটা যাবে মূল্যবান ৩টি রেটিং পয়েন্ট। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাদের রেটিং পয়েন্ট হবে ৯২ (৯৫-৩ = ৯২)। সমান পয়েন্ট হলেও ক্যারিবিয়ানরা ০.১৩ পয়েন্টে এগিয়ে থাকায় সপ্তম স্থানটি ওয়েস্ট ইন্ডিজকে ছেড়ে দিয়ে অষ্টম স্থানে নেমে যেতে হবে পাকিস্তানকে। তবে এ ক্ষেত্রে র্যাইঙ্কিংয়ে বাংলাদেশের কোন পরিবর্তন হবে না। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতলে সমস্যা নেই। কিন্তু হোয়াইটওয়াশ হলে র্যাঙ্কিংয়ে অবনতি ঘটবে পাকিস্তানের। এই বিষয়টি মাথায় রেখেই হয়তো ১৭ এপ্রিল বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান দল।এমআর/পিআর
Advertisement