পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। কিন্তু সিরিজ শুরুর আগেই একের পর এক ইনজুরির ধাক্কায় বেসামাল হয়ে পড়ছে পাকিস্তান দল। তৃতীয় ক্রিকেটার হিসেবে ইনজুরির কারণে ওয়ানডে দল থেকে ছিটকে পড়লেন ইয়াসির শাহ।বুধবার ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পান এই তরুণ স্পিনার। ইনজুরির কারণে হাতের কব্জিতে তিনটি সেলাই করতে হয়েছে ইয়াসিরের। ফলে আসন্ন বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজে খেলা হবে না তার।এর আগে ইনজুরির কারণে শোয়েব মাকসুদ ও সোহাইল খানও ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে পড়েছেন।পিসিবি এক বিবৃতিতে জানায়, ইয়াসির প্রস্তুতি ম্যাচে হাতে ব্যথা পাওয়ায় তিনটি সেলাই করতে হয়েছে। ওয়ানডে সিরিজে তার আর খেলা হবে না। আমরা শিগগিরই তার বিকল্প ঘোষণা করবো।এমআর/পিআর
Advertisement