রাজনীতি

ভারত সফর শেষে সব চুক্তি জনগণকে জানান

প্রধানমন্ত্রীর আসন্ন সফরে তিস্তাসহ ভারতের সঙ্গে করা সব চুক্তি জনগণকে খোলাখুলিভাবে জানানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ আহ্বান জানান। বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরামের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা চুক্তিসহ আসন্ন ভারত সফরে অন্যান্য চুক্তি করার পরে দেশে ফিরে এসব বিষয়ে জনগণকে জানাতে হবে। কী চুক্তি হবে তা সংসদে আলোচনা করতে হবে। কারণ সংসদ থেকে আপনারা বেতন নেন।‘গোপন চুক্তি করার অধিকার কারো নেই’ এমন মন্তব্য করে তিনি বলেন, দুই দেশের (বাংলাদেশ-ভারত) সঙ্গে চুক্তি হলে তা হবে জাতীয় ইস্যু। আর সেসব ইস্যু জনগণকে জানাতে হয়। জাতীয় স্বার্থে কোনো আঘাত আসবে কিনা তা নিয়ে জনগণের মতামত দেয়ার অধিকার রয়েছে।আয়োজক সংগঠন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমত উল্লার সভাপতিত্বে স্মরণ সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন। এমএম/এমএমজেড/এমএমএ/পিআর

Advertisement