সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শনিবার বিকেল ৫টা পর্যন্ত বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে আবারও অবনতি হতে শুরু করেছে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর পানি গত দুদিন থমকে থাকার পর আবারো বৃদ্ধি পেতে শুরু করেছে। শুক্রবার বেলা ১২টা থেকে শনিবার বিকেল ৫টা পর্যন্ত ২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নতুন করে কোনো এলাকা প্লাবিত না হলেও এর আগেই প্লাবিত হওয়া এলাকাগুলোর মানুষের দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে।এ দিকে এখনো পানি কমতে শুরু না করায় বন্যার পানিতে তলিয়ে যাওয়া ফসল নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। অপরদিকে শাহজাদপুর ও উল্লাপাড়াসহ জেলার অন্যান্য এলাকার গোচারণভূমি পানির নিচে তলিয়ে থাকায় চরম বিপাকে পড়েছেন গো-খামারিরা। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বিশেষায়িত শাখার (বিআরই) নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম জানান, ধারণা করা হচ্ছে যমুনা নদীর পানি শিগগিরই কমতে শুরু করবে। পানি কমা শুরু হলে মানুষের দুর্ভোগও কাটতে শুরু করবে।
Advertisement