আন্তর্জাতিক

সিরিয়ায় মসজিদে বিমান হামলায় নিহত ৪২

সিরিয়ার আলেপ্পো প্রদেশে একটি মসজিদে বিমান হামলার ঘটনায় ৪২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। উত্তরাঞ্চলীয় বিদ্রোহী অধ্যুষিত এলাকায় ওই হামলা চালানো হয়েছে। খবর বিবিসির। দেশটিতে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, আলেপ্পো প্রদেশের আল জিনেহ এলাকায় অজ্ঞাত বিমান থেকে ওই হামলা চালানো হয়েছে। রুশ এবং সিরীয় বাহিনী ছাড়াও মার্কিন যুদ্ধবিমান ওই এলাকায় জিহাদীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়েছে, তারা একটি বিমান হামলা চালিয়ে ওই এলাকার বেশ কয়েকজন আল কায়েদার যোদ্ধাকে হত্যা করেছে। তবে তারা কোনো মসজিদে হামলা চালায়নি। মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, তারা প্রতিবেশি ইদলিব প্রদেশে বিমান হামলা চালিয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমরা কোনো মসজিদে হামলা চালাইনি। জঙ্গিরা বৈঠক করছিল এমন একটি ভবনে আমরা হামলা চালিয়েছি। একটি মসজিদ থেকে ওই ভবনটি ৫০ ফুট দূরে অবস্থিত। মসজিদটি এখনও ঠিক আছে। এর কোনো ক্ষতি হয়নি।’ টিটিএন/এমএস

Advertisement