দেশজুড়ে

রোববার মেহেরপুরে উপ-নির্বাচন

জেলার গাংনী উপজেলার ৬নং ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে এরইমধ্যে গাংনী উপজেলা প্রশাসন নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।জানা গেছে, ১৭টি গ্রাম নিয়ে গঠিত ষোলটাকা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ১২৯ জন। এরমধ্যে পুরুষ আট হাজার ৪৪১ জন এবং নারী আট হাজার ৬৮৮ জন। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি তালা প্রতীক এবং আওয়ামী লীগ প্রার্থী আইয়ুব হোসেন আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় তেমন কোনো উত্তাপ না থাকলেও সহিংসতার আশঙ্কা করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি।আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আইয়ুব আলী জানান, বিএনপি সমর্থিত প্রার্থী মিথ্যা এবং বানোয়াট অভিযোগ করছেন। তবে সাধারণ ভোটাররা বলছেন, ভোট দেওয়ার সুষ্ঠু পরিবেশ পেলে তারা ভোট কেন্দ্রে যাবেন।গাংনী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহাম্মদ সরওয়ার হোসেন জানান, ১০টি কেন্দ্রের সবগুলোকেই ঝুঁকিপূর্ণ ধরে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে অধিক ঝুঁকিপূর্ণ তিনটি সেন্টারের জন্য বিজিবি মোতায়েনের  পাশাপাশি র‌্যাব ও পুলিশের টহল থাকছে। পাঁচ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হবে।উল্লেখ্য, চলতি বছর ৯ ফেব্রুয়ারি ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবদাল হোসেন কালু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়। এই পদে নির্বাচনের লক্ষ্যে জুলাই মাসের ২৭ তারিখে তফসিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার।

Advertisement