তাজিকিস্তান সরকার যুবকদের হজে যাওয়া নিয়ে নতুন নিয়মের ঘোষণা দিয়েছে। ৩৫ বছরের কম বয়সীদের জন্য হজ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। সরকারের বিশ্বাস এই সিদ্ধান্তের ফলে আইএসআইএলের মতো উগ্রপন্থী দলে যোগ দেয়া থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করা যাবে। প্রেসিডেন্ট ইমোমালি রেহমোন ধর্মনিরপেক্ষতার উপর ভিত্তি করে একটি দীর্ঘমেয়াদী উন্নয়ন ধারণা’র কথা বলার এক মাসের ভেতরেই এমন ঘোষণা দেওয়া হলো। গত ১৩ এপ্রিল যুবকদের হজ নিষিদ্ধের কথা জানান তাজিক সরকারের ধর্ম ও সংস্কৃতিক কমিটি। কারণ হিসেবে তারা অবশ্য বলেছে, সৌদি আরব প্রত্যেক দেশ থেকে হজ যাত্রী নেওয়ার সংখ্যা কমিয়ে এনেছে। তাই বয়স্কদের বেশি সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত।এসআরজে
Advertisement