খেলাধুলা

তামিম-ইমরুলের জরিমানা

কলম্বো টেস্টে আচরণবিধি লঙ্ঘণ করায় ম্যাচ ফি’র ১৫ ভাগ জরিমানা করা হয়েছে বাংলাদেশের দুই ব্যাটসম্যান তামিম ইকবাল এবং ইমরুল কায়েসের। কলম্বো টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশের এই দুই ব্যাটসম্যানের দুটি আচরণ আইসিসির ২.১.১ বিধির লঙ্ঘণ বলে প্রতীয়মান হয়েছে ফিল্ড আম্পায়ারের। পরে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের শুনানিতে এই জরিমানা আরোপ করা হলো।কলম্বো টেস্টের দ্বিতীয় দিন আজ তামিম ইকবালের বিপক্ষে একটি এলবির আবেদন উঠলে তিনি আম্পায়ারকে ব্যাট দেখান। তিনি বোঝাতে চেয়েছেন যে বল প্যাডে নয়, ব্যাটে লেগেছে। ইমরুল কায়েসের ক্ষেত্রে, তার বিপক্ষে একটি ক্যাচের আপিল করা হলে তিনি আম্পায়ারকে উরু দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন, বল ব্যাটে নয় প্যাডে লেগেছে।এই দুটি ঘটনাই আইসিসির কোড অব কন্ডাক্টের বিধির পরিপন্থি। দিন শেষে ম্যাচ রেফারির শুনানিতে দুই ক্রিকেটারই তাদের অপরাধ স্বীকার করেছেন বলে আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিত জানানো হয়। শুনানিতে উপস্থিত ছিলেন দুই ফিল্ড আম্পায়ার আলিম দার এবং এস রবি।আইএইচএস/

Advertisement