আন্তর্জাতিক

ফ্রান্সে স্কুলে গুলিতে আহত ৮

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকার একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।দেশটির আঞ্চলিক শিক্ষাপ্রধান এমানুয়েল এথিস সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইটে বলেন, ছোট শহর গ্রাসের টোকুইভিলে হাই স্কুলের ওই ঘটনার পর স্কুলটি বন্ধ করে দেয়া হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিয়েরে-হেনরি ব্রান্ডেট দেশটির টেলিভিশন চ্যানেল বিএমএফ টিভিকে বলেন, গুলিতে আটজন আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত করতে পুলিশ ওই স্কুলের নিয়ন্ত্রণ নিয়েছে। স্থানীয় জরুরি সেবা সংস্থা সেখানকার বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে। তবে এ ঘটনা সন্ত্রাসী হামলা নয় বলে জানিয়েছে গ্রাসে টাউন হল কর্তৃপক্ষ। গোলাগুলির পর ১৭ বছর বয়সী এক তরুণকে একটি রাইফেল, দুটি হ্যান্ডগান ও দুটি গ্রেনেডসহ গ্রেফতার করা হয়েছে। সূত্র : আল-জাজিরা।এসআইএস/আরআইপি

Advertisement