আন্তর্জাতিক

আইএমএফের কার্যালয়ে ‘চিঠি বোমা’ বিস্ফোরণ

ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কার্যালয়ে ‘চিঠি বোমা’ বিস্ফোরণে এক কর্মচারী আহত হয়েছেন। স্থানীয় পুলিশ বলছে, ওই কর্মচারী চিঠির খামটি খোলার সময় বিস্ফোরণ ঘটেছে। আহত ওই কর্মচারীর হাত ও মুখে জখম হয়েছে। বিস্ফোরণের পর আইএমএফের ওই কার্যালয় থেকে কর্মকর্তা ও কর্মচারীদের সরিয়ে নেয়া হয়েছে। এর আগে বুধবার পৃথক এক ঘটনায় জার্মানির অর্থ-মন্ত্রণালয় বার্লিনে একটি পার্সেল বোমা নিষ্ক্রিয় করে। দেশটির অর্থমন্ত্রী ওলফগ্যাং চ্যাবলের কাছে ওই পার্সেল বোমা পাঠানো হয়েছিল। গ্রিসের বামপন্থী একটি গোষ্ঠী বলছে, তারা ওই পার্সেল জার্মানির অর্থমন্ত্রীর কাছে পাঠিয়েছিল। সূত্র : বিবিসি।এসআইএস/আরআইপি

Advertisement