স্মিথের সেঞ্চুরি আর ম্যাক্সওয়েলের হাফ সেঞ্চুরির উপর ভর করে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৯৯ রান। স্মিথ ১১৭ আর ম্যাক্সওয়েল ৮২ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন। সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে জয়ের পর দ্বিতীয় টেস্টেই ভারতের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। তাই তৃতীয় টেস্টে জয় দিয়ে সিরিজে এগিয়ে যেতে মুখিয়ে আছে দলটি। এরই ধারাবাহিকতায় টস জিতে ব্যাট করতে নামে সফরকারীরা। তবে এ দিনও হতাশ করেন অজি ওপেনার ওয়ার্নার। দিনের শুরুতেই ব্যক্তিগত ১৯ রান করে জাদেজার বল ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান বাঁহাতি এই ব্যাটসম্যান। দ্বিতীয় উইকেটে রেনশকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ানোর আগেই ৪৪ রান করে কোহলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান রেনশ। এরপর দ্রুত মিশেল মার্শ ও হ্যান্ডসকম্ব বিদায় নিলে চাপে পড়ে সফরকারীরা। তবে পঞ্চম উইকেটে তিন বছর পর টেস্ট খেলতে নামা ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন স্মিথ। ৭৬ রান যোগ করে টেস্ট ক্যারিয়ারে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এরপর তুলে নেন ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি। আর স্মিথকে সঙ্গ দিয়ে ম্যাক্সওয়েলও তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। এমআর/জেআইএম
Advertisement