জাতীয়

একসঙ্গে ডুবে গেলো ২৪ ঘর

বুধবার বিকেল পৌনে ৩টা। দুপুরের খাবার শেষে অনেকেই ফিরে গেছেন নিজ নিজ কাজে। আবার কেউ কেউ নিচ্ছিলেন বিশ্রাম। ঠিক তখনই ঘটে গেলো মর্মান্তিক একটি দুর্ঘটনা। দুর্ঘটনায় রাজধানীর পূর্ব রামপুরার হাজীপাড়া বৌবাজারের দক্ষিণ পাশে পুকুরের উপরে ভাসমান ২৪টি ঘর বিশিষ্ট দোতলা বস্তিটি পানির নিচে ডুবে যায়। এঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়াও গুরুতর আহত অবস্থায় আরো ১০ জনকে উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর হাজীপাড়ার বৌবাজারের দক্ষিণ পাশের ওই বস্তিতে এখন কেবলই কান্নার রোল। হতাহতদের আর্তচিৎকারে ভারি হয়ে এসেছে ঘটনাস্থল। পানির নিচে তলিয়ে যাওয়াদের খুঁজে পেতেও আর্তনাত করছেন তাদের স্বজনরা। খোঁজ নিয়ে জানা গেছে, পুকুরের উপরে ভাসমান দোতলা বস্তিটি বুধবার বিকেল পৌনে ৩টার দিকে হঠাৎ করে পানির নিচে তলিয়ে যায়। নিচতলা ও দোতলায় ১২টি করে ২৪টি ঘর বিশিষ্ট ওই বস্তিতে মোট কতজন মানুষ ছিলেন তা এখনো জানা যায়নি। ঘটনার পর থেকে বস্তির চার পাশে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করেছেন। এমএম/একে/আরআইপি

Advertisement