জাতীয়

উদ্ধার কাজে সাধারণ জনতা

রাজধানীর রামপুরার পূর্ব হাজীপাড়ার বৌবাজার এলাকায় একটি টিনসেড বাড়ি দেবে যাওয়ার ঘটনায় স্বজনদের খুঁজে পেতে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি উৎসুক সাধারণ জনতাও অংশ নিয়েছেন। বুধবার বেলা পৌনে ৩টার দিকে বাড়িটি ডুবে যাওয়ার পর সন্ধ্যা ৬টায় ফায়ার সার্ভিস কর্মীদের ধীর গতি দেখে উৎসুক জনতা উদ্ধারকাজে অংশ নেন।এ ঘটনায় সন্ধ্যা ৬টা পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার কথা জানা গেলেও স্বজনদের দাবি আর অনেকেই পানির নিচে আটকা পড়ে আছে। সরেজামিন ঘুরে দেখা গেছে, হাজার হাজার উৎসুক জনতার কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। স্বজনহারাদের কান্নায় আশেপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। উল্লেখ্য, বুধবার পৌনে ৩টার দিকে রাজধানীর রামপুরার পূর্ব হাজীপাড়ার বৌবাজার এলাকায় একটি টিনসেড বাড়ি দেবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এমএম/বিএ/আরআইপি

Advertisement