জোকস

আজকের জোকস : আত্মহত্যা ছোঁয়াচে রোগ

আত্মহত্যা ছোঁয়াচে রোগশিক্ষক : কিরে মাছুম, আজ এতো পিছনে বসেছিস কেন? বলতো ‘আত্মহত্যা’ কী রোগ?মাছুম : আত্মহত্যা তো ছোঁয়াচে রোগ।শিক্ষক : কীভাবে বুঝলি?মাছুম : স্যার এবার ঈদে মাইয়ারা ইন্ডিয়ান চ্যানেল দেইখা যে হারে পাখি পাখি বইলা মরছে, তয় এটারে ছোঁয়াচে না বইলা কি বলবে?****পাঁচ লাখ টাকায় তোতা পাখিজামাল সাহেব নিলামে একটা তোতা পাখি কিনবেন। নিলাম শুরু হলো। জামাল দাম হাঁকালেন ১০ হাজার টাকা।ভিড়ের মধ্যে চিকন গলায় কে যেন বলল, ‘৫০ হাজার টাকা।’ জামাল সাহেবের মেজাজ বিগড়ে গেল। ১০ হাজার থেকে ৫০ হাজার?কোন বড়লোকের ব্যাটা তোতাটা নিতে পারে, তিনি দেখে ছাড়বেন। জামাল বললেন, ‘এক লাখ টাকা।’ চিকন গলা আবার বলল, ‘দুই লাখ।’ জামাল এবার ক্ষেপেই গেলেন। বললেন, ‘পাঁচ লাখ।’ কান পাতলেন, নাহ, এবার আর কেউ পাল্টা দাম হাঁকাল না। তোতা পাখিটা হাতে নিয়ে জামাল নিলামের সঞ্চালককে বললেন, ‘এটা কথা বলতে পারে তো? নইলে এত দাম দিয়ে কিনলাম কেন?’ নিলাম সঞ্চালক বললেন, ‘কথা বলতে পারে না মানে? আপনার কী মনে হয়? এতক্ষণ কে আপনার সঙ্গে পাল্টা দর হাঁকাচ্ছিল!’****আমি দুই টাকা পামুপ্রেমিকা : কাল রাতে তোমায় স্বপ্নে দেখেছি।প্রেমিক : কী দেখছিলা?প্রেমিকা : দেখলাম আমরা দু’জন বাস দিয়া যাচ্ছিলাম। হঠাৎ বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তুমি সাঁতরাচ্ছিলে আর কী যেন খুঁজতেছিলে। প্রেমিক : নিশ্চয় তোমাকে খুঁজতেছিলাম!প্রেমিকা : আরে না, তুমি চিল্লাচ্ছিলে আর বলতেছিলে, ‘ওই শালা কন্ডাক্টর, তুই কই? তোর কাছে আমি দুই টাকা পামু!’এসইউ/পিআর

Advertisement