জাতীয়

সরু গলি, আগুন নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। আগুন পুরো বস্তি এলাকায় ছড়িয়ে গেলেও সরু গলির কারণে ফায়ার সার্ভিসের গাড়ি বস্তি পর্যন্ত যেতে পাড়ছে না। তাই দূর থেকে পাইপ দিয়ে পানি টেনে নিতে হচ্ছে তাদের।এর আগে বুধবার মধ্যরাত ২টা ৫৫ মিনিটে রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।প্রত্যক্ষদর্শী স্থানীয় এক মসজিদের খাদেম জানান, আড়াইটার দিকে ঝিলপাড়ের দিক থেকে প্রথম আগুন দেখতে পান তিনি। স্থানীয়রা প্রথমে হৈচৈ করে ঘর থেকে বের হতে থাকে। আগুন যাতে না ছড়াতে পারে, এজন্য তারা নিজেরাই লাঠিসোটা নিয়ে ঘরের টিন ভাঙতে থাকেন। এর মধ্যে ফায়ার সার্ভিসকে জানানো হলে সরু গলির কারণে তাদের পৌঁছাতে সময় লেগে যায়। ঝিলপাড় থেকে বউবাজার পর্যন্ত প্রায় আধা কিলোমিটারের মতো জায়গা আগুনে পুড়ছে।সর্বশেষ রাত সাড়ে ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা সামনের বউবাজারের দিকে আগুন নেভানোর চেষ্টা করলেও ঝিলপাড়ের দিকে এখনও দাউ দাউ করে আগুন জ্বলছে।এআর/বিএ

Advertisement