ভারতের দক্ষিণ-পশ্চিমের রাজ্য গোয়া’র সমুদ্র সৈকত থেকে ব্রিটিশ এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৫ বছর বয়সী ওই তরুণীকে স্থানীয়দের সঙ্গে হোলি খেলতে দেখা গিয়েছিল দুদিন আগে। স্থানীয় পুলিশ বলছে, গোয়ার কানাকোনা শহরের সৈকতের কাছে তরুণীর মরদেহ রক্তের ওপর পড়ে ছিল। নগ্ন শরীরের মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ব্রিটিশ ওই তরুণীকে হত্যায় জড়িত সন্দেহে স্থানীয় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে কি না জানাতে পারেনি পুলিশ। তদন্তকারী কর্মকর্তা স্যামি টাভার্স জানিয়েছেন, কিছুদিন আগে উত্তর গোয়ায় বেড়াতে এসেছিলেন ওই তরুণী। সোমবার সন্ধ্যায় তিনি পালোলেম সৈকতে একটি পার্টিতে অংশ নেন। পরে সৈকত থেকে ছয় কিলোমিটার দূরে একটি মাঠেমরদেহ দেখতে পান স্থানীয় এক কৃষক। হোলি খেলতে এক বন্ধুর সঙ্গে দক্ষিণ গোয়ায় গিয়েছিলেন তিনি। আয়ারল্যান্ড ও ব্রিটেনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তার। তরুণীর ব্যাগ থেকে ব্রিটিশ পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করেই তিনি ভারতে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ। এসআইএস/এমএস
Advertisement