আইন লঙ্ঘন করায় দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক, চিফ রেগুলেটরি অফিসার, হেড অব লিস্টিং এবং হেড অব মার্কেট অপারেশনসকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। বুধবার পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬শ’তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।বিএসইসি জানিয়েছে, সামিট পাওয়ার লিমিটেড, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড, সামিট উত্তরাঞ্চল পাওয়ার লিমিটেড এবং সামিট নারায়ণগঞ্জ পাওয়ার লিমিটেড একীভূতকরণের ক্ষেত্রে সামিট পাওয়ার লিমিটেড সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস এবং হাইকোর্টের রায় যথাযথভাবে পালন করেনি। এ জন্য সামিট পাওয়ারকে সতর্কপত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মাধ্যমে ডিএসই ও সিএসইর চিফ রেগুলেটরি অফিসার এবং হেড অব লিস্টিং সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেডের ডিলিস্টিংয়ের (তালিকাচ্যুত)বিষয়টি যথাযথভাবে বিবেচনা না করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর সেকশন ৯(৫)ধারা ভঙ্গ করেছে। বিএসইসি আরও জানিয়েছে, ডিএসইর চিফ রেগুলেটরি অফিসার এবং হেড অব মার্কেট অপারেশনস সামিট পাওয়ার লিমিটেডের শেয়ার অননুমোদিতভাবে বৃদ্ধি করার মাধ্যমে ডিপজিটরি প্রবিধানমালা ২০০৩ এর প্রবিধান ৪৬(২) ও (৩) ভঙ্গ করেছে। এ ছাড়া ডিএসইর ও সিএসইর চিফ রেগুলেটরি অফিসার এবং হেড অব লিস্টিং সামিট পূর্বাঞ্চল পাওয়ারের ডিলিস্টিংয়ের বিষয়ে দুই স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ৫১ ও ৫২ নম্বর রেগুলেশন ভঙ্গ করেছে।নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রেগুলেটরি অফিসার জনস্বার্থ তথা বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে অগ্রাধিকার না দিয়ে এক্সচেঞ্জ ডিমিউচ্যুয়ালাইজেশন আইন ২০১৩ এর ১৯ ধারা ভঙ্গ করেছে। এসব আইন লঙ্ঘনের কারণে ডিএসই ও সিএসইর ব্যবস্থাপনা পরিচালক, চিফ রেগুলেটরি অফিসার, হেড অব লিস্টিং এবং হেড অব মার্কেট অপারেশনসকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। পাশাপাশি ডিএসইর পরিচালনা পর্ষদকে ভবিষ্যতে অধিকতর সাবধানতা অবলম্বন করে কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।এমএএস/আরএস/ওআর/এমএস
Advertisement