আন্তর্জাতিক

জাপানে দুর্ঘটনার কবলে দক্ষিণ কোরিয়ার বিমান

জাপানের হিরোশিমা বিমানবন্দরে মঙ্গলবার সন্ধ্যার দিকে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে দক্ষিণ কোরিয়ার এশিয়ানা এয়ারলাইন্সের একটি বিমান। বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়ে, এশিয়ানা এয়ারলাইন্সের বিমান এয়ারবাস-৩২০ জাপানে রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানটিতে ৭৪ আরোহী ও সাতজন ক্রু ছিলেন। তাদের সবাইকে বিমান থেকে বের করে আনা সম্ভব হয়েছে।স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন সামান্য আঘাত পেয়েছেন। পরিবহণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, অবতরণের সময় বিমানের চাকা রেডিও এন্টেনার সঙ্গে আটকে গেলে এ দুর্ঘটনা ঘটে। জাপানের জাতীয় টেলিভিশন এনএইচকের খবরে বলা হয়েছে, বিমানের বাম চাকার ভাঙা একটি অংশ পাওয়া গেছে। বিমানের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, বিমানের বাম দিকের পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের পরিবহন নিরাপত্তা কর্তৃপক্ষ ঘটনা তদন্ত করছে।এশিয়ানা বিমান কর্তৃপক্ষ এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। সংস্থাটি ঘটনার পরবর্তী অবস্থা মোকাবেলায় একটি সহায়তা কেন্দ্র খুলেছে। বিমানের যাত্রীরা বলেন, বিমানটি অবতরণের পর তারা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপর কেবিন ধোঁয়ায় ভরে যায় এবং পোড়ার গন্ধ পান। তারা বিমানটিকে রানওয়ে থেকে ছিটকে পড়তেও দেখেছেন।বিমানটি দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন বিমানবন্দর থেকে জাপানের হিরোশিমা যাচ্ছিল। দুর্ঘটনার পর বিমানবন্দর কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয়।বিএ/এমএস

Advertisement