জাতীয়

মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিল সংগ্রহে পদযাত্রা ২৬ মার্চ

রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থায়ী ভবন নির্মাণে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে গতবারের মতো এবারও পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হবে। অভিযাত্রী ও মুক্তিযুদ্ধ জাদুঘরের যৌথ আয়োজনে এদিন ভোর ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হবে। বুধবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অভিযাত্রী পরিচালিত ‘শোক থেকে শক্তি : অদম্য পদযাত্রা’ এবং ‘মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে হাঁটি এক মাইল’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।  অভিযাত্রী ও মুক্তিযুদ্ধ জাদুঘর যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব জিয়াউদ্দিন তারিক আলী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রোগ্রাম কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে নিশাত মজুমদার বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পায়ে হাঁটার বিষয়টি প্রতিযোগিতার নয়, বরং অনুভবের, শ্রদ্ধার, ভালোবাসার। ১৯৭১ সালে একদল অভিযাত্রী দেশমাতার মুক্তির অভিপ্রায়ে বিশ্ব বিবেক জাগরণ পদযাত্রায় হেঁটে অসামান্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। বর্তমান প্রজন্মের আরেক দল ‘অভিযাত্রী’ চার বছর ধরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পদযাত্রা করে আসছে। এই হাঁটা কর্মসূচিতে গত বছর যুক্ত হয়েছিল নবতর যাত্রা। সেবার পদযাত্রা নিবেদিত হয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থায়ী ভবন নির্মাণে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে। এরই ধারাবাহিকতায় এবারের অদম্য পদযাত্রায় হেঁটে আপনিও হতে পারেন নতুন মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের সুহৃদ।’সংবাদ সম্মেলনে নিশাত মজুমদার বলেন, সাড়ে ১৮ মাইল দীর্ঘ এই পদযাত্রায় সবাই হয়তো সবটা পথ হাঁটতে পারবেন না। তবে চাইলেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যে কেউ হাঁটতে পারেন এক মাইল পথ। শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যানারসহ ছাত্র-ছাত্রীরা পদযাত্রায় অংশ নিতে পারবেন এবং সম্মিলিতভাবে জাদুঘর নির্মাণ তহবিলে যথাসাধ্য অর্থ সহায়তা করতে পারবেন। এতে আরও জানানো হয়েছে, পদযাত্রায় অংশ নিতে আগ্রহীরা মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে ৫০০ টাকা অনুদান প্রদান করে রাজধানীর সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর কার্যালয় অথবা ফেসবুকে (facebook.com/walkamileforlwm / facebook.com/ovijaatri.eco) এই আইডির মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।  এ ছাড়া বিস্তারিত জানতে ও প্রাক নিবন্ধন করতে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন ০১৮১৪৭৯২৬২৫ ও ০১৭১২৪৭৯৫১০ নম্বরে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর ৫টা থেকে ৬টা, শিখা চিরন্তনে সকাল ৬টা থেকে সাড়ে ৬টা, সিটি কলেজে ৭টা থেকে সাড়ে ৭টা, মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে ৮টা থেকে সাড়ে ৮টা, রায়ের বাজার বধ্যভূমিতে সকাল ৯টা থেকে সাড়ে ১০টা, সাদুল্যাপুর ঘাটে বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।এএসএস/জেডএ/ওআর/পিআর

Advertisement