বিনোদন

আমাকে পুরস্কার দেয়ার সাহস নেই বলিউডের : সানি লিওন

ছিলেন পর্নো তারকা। কপাল ফেরে বনে গেছেন বলিউড তারকা। শুধু কি তারকা, মেগাতারকাই বলা উচিত সেক্স সিম্বল অভিনেত্রী সানি লিওনকে। তার ছবি মানেই ব্যবসায়িক সাফল্য। দর্শকরা হুমড়ি খেয়ে পড়ের সিনেমা হলে। সদ্য মুক্তি পাওয়া তার ‘এক পাহলি লীলা’ ছবটিও বক্স অফিসে ঝড় তুলেছে। এমনকি সানি লিওনের জনপ্রিয়তার দাপটে ফিকে হয়ে গিয়েছে অানুশকা শর্মার `NH10` ও অমিতাভ বচ্চন অভিনীত ‘শামিতাভ’ ছবি দুটো। মাত্র দু’দিনেই সাড়ে ১০ কোটির ব্যবসা এক পাহলি লীলার। এহেন সাফল্যের পরেও নায়িকার মনে অভিমান! কারণটা জানালেন সানি লিওন নিজেই। তার অতীত ছিলো নিষিদ্ধ জগতের দেয়ালে বন্দী। তাই বলিউডে বারবার সাফল্য পেলেও চলচ্চিত্র বোদ্ধাদের কাছে প্রশংসা পান না তিনি। এমনকি মনোনীত হন না কোনা পুরস্কার বা স্বীকৃতির জন্যও। শুধুমাত্র পর্নোস্টার ছিলেন বলেই ভালো অভিনয় করেও এর মূল্যায়ণ থেকে বঞ্চিত সানি লিওন।সম্প্রতি কৃতিত্ব থেকে বঞ্চিত হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নিজের অতীতকে এভাবেই দায়ী করলেন সানি। ‘এক পাহলি লীলা’র সাফল্য প্রসঙ্গে বলিউডের প্রতি অভিমান উগরে সানির বক্তব্য, ‘আমি কোনও দিনই কোনও পুরস্কার পাওয়ার আশা করি না। পুরস্কারের জন্য মনোনীতও হব না। কারণ আমার অতীত। বলিউডে সবাই মুখে মুখে উদার হলেও ভিতরটাতে এখনও অনেক গোঁড়ামী আছে। আমার ভালো কাজের জন্য পুরস্কার দেয়ার সাহস নেই বলিউডের।’বি-টাউনে একের পর এক ছবিতে সাফল্য মিললেও সানি-র নাম থেকে পর্নস্টার তকমা ঘোচেনি। বাণিজ্যিক ছবিতে নিজের একটা জায়গা করে নিয়েছেন। তবুও বলি-দুনিয়া তাঁকে এখনও বাঁকা নজরেই দেখে। বহু পুরস্কার প্রদান অনুষ্ঠানে সানিকে দেখা গেলেও, মঞ্চে পুরস্কার হাতে দেখা যায়নি। সাফল্যের স্বীকৃতি থেকে বঞ্চিত হয়ে অভিমানী সানির কথায়, ‘পুরস্কারপ্রদান অনুষ্ঠানে যেতে আমার ভালো লাগে। নেয়ার অভিজ্ঞতা আমার হয় নি। হয়তো কোনোদিন হবেও না। আমার স্বামী ড্যানিয়েল ওয়েবারও অ্যাওয়ার্ড ফাংশন পছন্দ করেন। কিন্তু পুরস্কার পাওয়ার আশা কোনও দিনই করি না। আমার অতীতের জন্যই আমি জানি, আমাকে কেউ মনোনীত করবে না।’একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাত্কারে সানি আরও বলেন, ‘অন্যরা পুরস্কার পাচ্ছেন, আমার দেখতে খুব ভালো লাগে। আমার কোনও রকম হিংসে হয় না। আর পুরস্কারের আশা করি না বলে কোনো দু:খবোধও নেই আমার।’এলএ/এমএস

Advertisement