ভ্রমণ

অপরূপ গ্রামবাংলার পথে পথে

‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি/ ও সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি’- গানের কথার মতোই আমাদের দেশ। সবুজ-শ্যামল প্রিয় বাংলাদেশ। আমাদের দেশের বেশির ভাগ সৌন্দর্য ছড়িয়ে আছে গ্রামে। তাই আটষট্টি হাজার গ্রামবাংলার মনোরম দৃশ্য আমাদের বিমুগ্ধ করে। গ্রামবাংলার দৃষ্টিনন্দন কিছু ছবি নিয়েই আজকের আয়োজন। ছবি তুলেছেন জাগো নিউজের আলোকচিত্রী মাহবুব আলম।পারাপারগ্রামবাংলার নদী-খাল পার হতে একসময় কলাগাছের বা বাঁশের তৈরি ভেলার ব্যবস্থা ছিলো। যার দুই মাথায় রশি বাঁধা থাকতো। ভেলায় উঠে টেনে টেনে এপার থেকে ওপারে যেতে হতো।পাখিগ্রামেই কেবল নির্ভয়ে পা রাখে দূরের পাখি। এখানে পাখিদের সীমানা নেই। হারিয়ে যাবার ভাবনা নেই। আছে স্বাধীনভাবে উড়ে বেড়ানোর অধিকার।বটবৃক্ষবটবৃক্ষ যেন গ্রামের ঐতিহ্য বহন করে। যার ছায়ায় জিরিয়ে নেয় ক্লান্ত পথিক কিংবা পরিশ্রান্ত কৃষক। কখনো কখনো হয়ে ওঠে উৎসবের কেন্দ্রবিন্দু।হাঁটু জলকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, ‘আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে/ বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।/ পার হয়ে যায় গোরু, পার হয় গাড়ি,/ দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।’ গোধুলীগ্রামবাংলায় শেষ বিকেলের আলোয় রাঙা অপরূপ প্রকৃতি যেন আমার মুগ্ধতার বিস্ময়। দুর্বল আলোর ঝিলিক যখন খেলা করে জলে।এসইউ/জেআইএম

Advertisement