আন্তর্জাতিক

ভারতের অমৃতসর বিমানবন্দরে বোমাতঙ্ক

ভারতের অমৃতসর বিমানবন্দরের সামনে পার্কিংয়ের জায়গায় পরিত্যক্ত একটি ব্রিফকেস পাওয়া গেছে। এই ঘটনায় বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বম্ব ডিসপোজাল স্কোয়াডের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তারা ঘটনা খতিয়ে দেখছে।অমৃতসর বিমানবন্দর থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরেই পাকিস্তান সীমান্তের অবস্থান। মঙ্গলবার পাঠানকোট বিমান ঘাঁটিতে সতর্কতা জারি করা হয়েছে। এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে পাঠানকোটের সেনাঘাঁটিতে ঢুকে পড়ে জঙ্গিরা। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে সাত সেনা নিহত হন।তাছাড়া বৃহস্পতিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন অমরিন্দর সিং। সেই অনুষ্ঠান ঘিরেও সতর্কতা জারি করা হয়েছে।ওই এলাকায় বেশ কয়েকজন সন্দেহভাজনকে ঘোরাফেরা করতে দেখা গেছে। তার পরেই গোয়েন্দারা প্রশাসনকে সতর্ক করেছে। আশপাশের গ্রামসহ পাঠানকোটে তল্লাশি অভিযান শুরু করে ৫শ নিরাপত্তারক্ষী। হেলিকপ্টার থেকেও নজরদারি চালানো হয়। টিটিএন/পিআর

Advertisement