বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তাই পৃথিবীর যে প্রান্তেই বাঙালি থাকুক না কেন, বাংলা নতুন বর্ষকে বরণ করার অনুষ্ঠানে মাতবেনই তারা। তাইতো প্রকৃত বাঙালিয়ানায় মেতেছিলেন ইতালির রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।সোমবার রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টে বৈশাখী মিলনমেলার আয়োজন করে এনআরবিজাই ও বাংলা প্রেস ক্লাব। বাংলা ১৪২১-কে বিদায় জানিয়ে ১৪২২-কে বরণ করা হয়।প্রবাসে ব্যস্ততার মাঝেও রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সমিতির স্বতঃস্ফূর্ত উপস্থিতি বাংলা নববর্ষ অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে।বাংলা নববর্ষ নিয়ে আলোচনা ও এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তৃতা করেন। আলোচনার ফাঁকে ফাঁকে নাচ ও গান দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন শিল্পীরা। সর্বশেষে আমন্ত্রিত অতিথিরা নৈশভোজে অংশ নেন।অনুষ্ঠানে সবার উপস্থিতিতে বর্ষবরণ অনুষ্ঠান যেন বাঙালি মিলনমেলায় পরিণত হয়।এমজেড/একে/আরআই
Advertisement