খেলাধুলা

শততম টেস্ট খেলা হচ্ছে না লিটন দাসের

হায়দরাবাদ টেস্টেও কিপিংয়ে ছিলেন মুশফিকুর রহীম। কিন্তু শ্রীলঙ্কা সফরে তাকে কিপিং থেকে সরিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট। গল টেস্টে বাংলাদেশের কিংপিংয়ের দায়িত্ব পালন করেন লিটন দাস। গ্লাভস হাতে নিজেকে দারুণভাবে মেলেন।ভাগ্যের নির্মম পরিহাস, পরের টেস্টেই নেই লিটন দাস। ইনজুরির কারণে তাকে চলে যেতে হলো দলের বাইরে। তাই বাংলাদেশের শততম টেস্ট খেলা হচ্ছে না এই উইকেটরক্ষকের। জাগো নিউজকে এমন তথ্যই জানিয়েছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।গতকালই (সোমবার) বুকের পাজরের ব্যথা পান লিটন দাস। এরপর এমআরআই করা হয়। রেজাল্ট ভালো নয়। তাছাড়া লিটনের বুকের পাজরের ব্যথা আরও বেড়ে গেছে। রিপোর্ট বলছে, তিন মাস মাঠের বাইরে থাকতে হবে লিটনকে। এর জন্য ইমার্জিং কাপেও খেলতে পারছেন না লিটন।এদিকে হাতে সময় কম। রাত পোহালেই শততম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। তাই সিরিজের দ্বিতীয় ও নিজেদের শততম টেস্টে মাঠে নামার আগে লিটন দাসের ইনজুরিতে আবারও সেই কিপিং গ্লাভস হাতে নিয়ে উইকেটের পেছনে দাঁড়াতে হচ্ছে মুশফিককে।এনইউ/এমএস

Advertisement