দেশজুড়ে

প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় কুমিল্লায় বৈশাখী উৎসব

পহেলা বৈশাখকে স্বাগত জানাতে মঙ্গলবার বর্ণিল সাজে সেজেছে কুমিল্লা নগরী। পুরোনো বছরের সকল গ্লানি ভুলে বাংলা নতুন বছর ১৪২২ বঙ্গাব্দকে স্বাগত জানাতে ভোর থেকে সর্বস্তরের জনতার ঢল নামে কুমিল্লার ধর্মসাগর পাড়ে।মঙ্গলবার সকালে নগরীতে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা ও আনন্দ র‌্যালি। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন। এসব কর্মসূচি পালনে সার্বিক সহযোগিতা করে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ।মঙ্গল শোভাযাত্রায় প্রাণ-আরএফএল গ্রুপের কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন।এদিকে সকাল থেকে  কুমিল্লা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সিটি পার্কের জামতলায় চলছে সাংস্কৃতিক উৎসব। এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জাগোনিউজ২৪.কম এবং জাগো রেডিও ডট নেট।এসব কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাজী আকম বাহা উদ্দিন বাহার। জামতলায় উৎসবস্থলের পাশে অন্যতম আকর্ষণ হচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপের বিভিন্ন পণ্যের বৈশাখী মেলার স্টল।সাংস্কৃতিক উৎসবসহ বৈশাখী মেলায় সার্বিক কর্মকাণ্ডে প্রাণ-আরএফএল গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন-  মোসলেহ উদ্দিন, আদিয়ান আহমেদ, তৌফিকুর রহমান, এনামুল হক, জহিরুল ইসলাম, রফিকুল ইসলাম, এমদাদুল হক, জুয়েল, জিয়াউল হক প্রমুখ।এমজেড/একে/আরআই

Advertisement