খেলাধুলা

ইতিহাস নিয়ে ভাবছেন না মুশফিক

শততম টেস্ট খেলতে আগামীকাল (বুধবার) কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে এ মাঠে খেলা তিনটি ম্যাচেই হারের স্বাদ পেতে হয়েছিল বাংলাদেশ দলকে। তবে পুরনো এসব স্মৃতি নিয়ে ভাবছেন না বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহীম। মৌলিক ব্যাপারগুলো ঠিকঠাকভাবে খেলতে পারলে ভালো ফলাফল সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।মঙ্গলবার কলম্বোর পি সারা স্টেডিয়ামে অনুশীলন শেষে মুশফিক বলেন, ‘রেকর্ডে আসলে ভালো-মন্দ সবই থাকে। যেখানে শেষ টেস্টটা হারলাম সেখানে কিন্তু একটা টেস্ট ড্র করার স্মৃতি ছিলো। তারপরও এত বাজেভাবে যে হারবো, এটা কখনো কিন্তু চিন্তা করি নাই। আমাদের আসলে নতুন করে শুরু করতে হবে। আমরা যদি মৌলিক ব্যাপারগুলো ঠিকঠাকভাবে খেলতে পারি, তাহলে ফলাফল আশা করি আমাদের পক্ষেই থাকবে।’তবে ম্যাচের আগে টস নিয়ে ভাবনায় বাংলাদেশ শিবির। দেশের বাইরে শেষ চারটি টেস্টেই টস হেরেছেন মুশফিক। তবে এ দুর্ভাগ্য নিয়ে না ভেবে নিজেদের সামর্থ্য নিয়ে ভাবছেন অধিনায়ক, ‘টস তো সব সময় বড় একটা ফ্যাক্টর। বিশেষ করে উপমহাদেশে। কিন্তু এখানে কোন হাত থাকে না। চেষ্টা থাকবে, যেটাই আগে পাই, সেটাতেই সামর্থ্য অনুযায়ী খেলতে পারি। এখানে পাঁচদিন খেলতে হবে। আমরা চেষ্টা করবো পাঁচদিন ধারাবাহিকভাবে ভালো খেলতে।’শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশের চেয়ে খর্বশক্তির দল নিয়ে মাঠে নামছে তারা। স্বাগতিকদের বর্তমান দলে অধিনায়ক রঙ্গনা হেরাথই সর্বোচ্চ অভিজ্ঞ খেলোয়াড়। দলটির বোলিংয়ের নেতৃত্বও দিচ্ছেন তিনি। অথচ এ দলের বিপক্ষেই প্রথম টেস্টে হেরে যায় বাংলাদেশ। তবে এবার তাদের বোলিং চেনা হয়েছে বলে আত্মবিশ্বাসী মুশফিক, ‘এখানে আগে যখন খেলেছিলাম, হেরাথ ছাড়া কেউ ছিল না। এখন আমাদের কাছে লঙ্কান বোলিং লাইনটা একটু চেনা হয়েছে।’কলম্বোর এ মাঠে এর আগেও টেস্ট খেলেছেন মুশফিক। ২০০৭ সালে সে টেস্টের দ্বিতীয় ইনিংসে ঝকঝকে ৮০ রানের একটি ইনিংস খেলেছিলেন বাংলাদেশ অধিনায়ক। সে সুখস্মৃতিকে অনুপ্রেরণা করেই কাল (বুধবার) লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা।আরটি/এমআর/এমএস

Advertisement