আন্তর্জাতিক

চুরি করেছেন হিলারি!

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছে উইকিলিকস। গত রোববার টুইটারে দেওয়া এক বার্তায় হিলারির বিরুদ্ধে এ অভিযোগ তোলে উইকিলিকস। -খবর পিটিআইউইকিলিকসের ভাষ্য, ‘হিলারি ক্লিনটন আমাদের প্রবর্তিত উইকিলিকস টুইটারের নকশা চুরি করেছেন।’২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে হিলারির ব্যবহার করা লোগোটি উইকিলিকসের টুইটার থেকে নেওয়া বলে দাবি করছে উইকিলিকস। দুটি লোগো পাশাপাশি রেখে মিল-অমিল দেখিয়েছে উইকিলিকস। ছবিটি উইকিলিকসের টুইটার থেকে নেওয়া। উইকিলিকসের লোগোতে লাল রঙের একটি তীর-চিহ্ন রয়েছে। হিলারির ‘এইচ’ লেখা লোগেতেও একই ধরনের একটি তীর-চিহ্ন দেখা যায়।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রার্থিতার লড়াইয়ে নামার ঘোষণা দিতে না দিতেই চুরির অপবাদ এলো হিলারির বিরুদ্ধে। গত রোববারই প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থিতার ঘোষণা দেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।আরএস/আরআই

Advertisement