দেশজুড়ে

চালক ছাড়াই ট্রেন চলার ঘটনায় অভিযুক্তদের কোর্টে চালান

রাজবাড়ী থেকে ফরিদপুর আন্তঃনগর ৭৮৩ নম্বর ট্রেনটি চালক ছাড়াই ২৬ কিলোমিটার  চলার ঘটনায় অভিযুক্তদের আটক করে কোর্টে চালান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় তাদেরকে চালান করে রাজবাড়ী জিআরপি থানা পুলিশ।আটকরা হলেন, চালক এলএম (লোকো মাস্টার) মোহাম্মদ আলী, সহকারী চালক (এএলএম) ফয়সাল, ট্রেন পরিচালক (গার্ড) সুভাষ চন্দ্র।রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী সুনীল কুমার ঘোষ জাগো নিউজকে জানান, চালক, সহকারী চালক ও ট্রেন পরিচালককে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।উল্লেখ্য, গত ১২ এপ্রিল রোববার সকাল ৮ টার দিকে ৬টি বগিতে শতাধিক যাত্রীসহ প্রায় ২৬ কিলোমিটার রেলপথ অতিক্রম করে ট্রেনটি। এরপর রাজবাড়ী থেকে রাজশাহী রুটের পাংশা বাবুপারা ব্রিজের সামনে ওই ট্রেনের টিকেট কালেক্টর (টিটি) আনোয়ার হোসেনের সাহসিকতায় ট্রেনের চেইন টেনে দাঁড় করানো সম্ভব হয়।এমজেড/একে/আরআই

Advertisement