রাজনীতি

বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন জাতির জন্য কল্যাণকর : হানিফ

বিএনপি নৈরাজ্যের রাজনীতি বন্ধ করে শান্তিপূর্ণ আন্দোলনে ফিরে আসলে তা অবশ্যই জাতির জন্য কল্যাণ বয়ে আনবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। শনিবার দুপুরে রাজধানীর কমলাপুরে বিআরটিসি বাস ডিপোতে বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ) আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।হানিফ বলেন, ২০১৩ সালের শেষের দিকের মত বিএনপি মানুষ হত্যা করলে, তাদের জন্য তা শুভ হবে না। বাংলার জনগণ তাদেরকে আর হত্যার রাজনীতি করার সুযোগ দেবে না।তিনি বলেন,  ২১ আগস্ট গ্রেনেট হামলা মামলার সাক্ষীদের জবানবন্দীতে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এই হামলার মূল পরিকল্পনাকারী তারেক রহমান। হাওয়া ভবনে বসেই এ হামলার পরিকল্পনা করা হয়েছিল। বঙ্গবন্ধুর খুনিও জিয়াউর রহমান। তিনি পকিস্তানের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি ষড়যন্ত্র করে গেছেন। এখনো তার স্ত্রী ও পুত্রদের নেতৃত্বে ষড়যন্ত্র চলছে। তারা বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে চায়।সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আমির হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের শ্রম বিষায়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

Advertisement