আন্তর্জাতিক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বছরে ৭ হাজার মানুষের মৃত্যু

সৌদিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় সাত হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। সড়ক দুর্ঘটনায় বছরে আরো ৪০ হাজার মানুষ আহত হচ্ছে। সরকারি একটি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। এসব দুর্ঘটনায় আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় ২০ বিলিয়ন সৌদি রিয়াল। সৌদিতে গত দুই দশকে সড়ক দুর্ঘটনায় ৮৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনার মধ্যে ৬০ ভাগ দুর্ঘটনাই ঘটে গাড়ি চালানোর সময় ফোনে কথা বলার কারণে।এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাড়ি চালানোর সময় স্মার্ট ফোন ব্যবহার করায় চালকরা অন্যমনস্ক হয়ে যান। ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। স্থানীয় ট্রাফিক পুলিশ জানিয়েছে, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় গড়ে ২০ জন প্রাণ হারাচ্ছে। সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৭৩ ভাগের বয়সই ৪০য়ের নিচে। নতুন গবেষণার তথ্য অনুযায়ী, পূর্বাঞ্চলীয় আল আহসা এলাকায় গত ২৮ মাসে ২ হাজার ৮৮৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৮৪২ জন নিহত এবং ৪ হাজার ৮৪১ জন আহত হয়েছেন। টিটিএন/এমএস

Advertisement