জাতীয়

সুন্দর একটি বছর কামনা প্রধানমন্ত্রীর

বাংলা নববর্ষকে শুভরূপে বরণ করে নিয়ে দেশের মানুষের যেন সুন্দর একটি বছর কাটে সে কামনার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী। সুন্দর একটি বছর কামনা করে তিনি বলেন, ৫ জানুয়ারি পর থেকে ৯০ দিনের বেশি সময় ধরে দেশের মানুষ ভালো সময় কাটায়নি। মানুষ পোড়ানো, রেল-বাসে আগুন দিয়ে মানুষ কীভাবে রাজনীতি করে সেটা আমার বোধগম্য নয়।প্রধানমন্ত্রী আরও বলেন, এমনকি সাধারণ জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পুড়িয়ে হত্যা বিএনপিই শুরু করেছে। এটা তারা কীভাবে করে সেটা আমর প্রশ্ন। বিএনপির হত্যার রাজনীতি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষই বন্ধ করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বাঙালির বর্ষবরণের উৎসবের অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরেন এবং আর্থ সামাজিকভাবে বাংলাদেশের ‘এগিয়ে যাওয়ার’ কথা বলেন।তিনি বলেন, ‘এই যাত্রা শুভ হোক, দেশবাসীর উন্নতি হোক। সকলের আশা-আকাঙ্ক্ষা পূরণ হোক।’বর্ষবরণ উপলক্ষে এ আয়োজনে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। পরে সবাইকে মিষ্টিমুখ করানো হয়। বিএ/আরআইপি

Advertisement