ফেসবুক কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি তারকাদের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন তারকা ও নির্মাতার ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজ ভেরিফায়েড হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির এই নির্মাতার ব্যক্তিগত ফেসবুক আইডিটি আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকালে ভেরিফায়েড করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এখন ফেসবুকে তার অ্যাকাউন্টটিতে নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখাচ্ছে। ফলে জনপ্রিয় নির্মাতার ফেসবুক অ্যাকাউন্টটি এখন থেকে থাকবে ফেসবুক কর্তৃপক্ষের নজরদারিতে এবং বিশেষ নিরাপত্তায়। ফেসবুকে দেবাশীষ বিশ্বাসের নামে সব ভুয়া অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যাবে এবং ভক্তরাও ফেইক আইডির বিড়ম্বনা থেকে বাঁচবেন। এই জন্য ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফায়েড হওয়ায় বেশ আনন্দিত দেবাশীষ। তিনি এখন রয়েছেন কলকাতায়। সেখান থেকে জাগো নিউজকে বলেন, ‘আমার জন্য এটা অনেক আনন্দের সংবাদ। হাতগোনা দুএকজন ডিরেক্টরের ফেসবুক ভেরিফায়েড, তারমধ্যে আমিও একজন। এতে ফেক আইডিগুলো বন্ধ হয়ে যাবে। আমি এবং আমার ভক্তরা প্রতারণা থেকে বাঁচবে। ফেসবুক কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি।’দেবাশীষ বিশ্বাস বর্তমানে তার নির্মিতব্য ‘চল পালাই’ ছবির গানের রেকর্ডিং নিয়ে ব্যস্ত আছেন। তিনি জাগো নিউজকে জানিয়েছেন, কলকাতার আকাশ ও প্রীতম সংগীত পরিচালনা করবেন ছবির দুটি গান। এই দুটি গানেই কণ্ঠ দিচ্ছেন ভারতীয় উপমহাদেশের তুমুল জনপ্রিয় গায়ক কুমার শানু।ছবিটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন শিপন মিত্র ও তমা মির্জা। আগামী এপ্রিল অথবা মে মাসে মুক্তি পাবে ‘চল পালাই’। ছবিটির টাইটেল স্পন্সর হিসেবে আছে আরএফএল অরনেট সিরিজ এবং কুলিং পার্টনার আইসক্রিম পার্লার ‘আইস এইজ’।এনই/এলএ
Advertisement