অর্থ সংকটের কারণে রাজশাহী ক্যাডেট কলেজে ভর্তিতে অার বাধা থাকলো না ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সপ্তম শ্রেণির ছাত্র অাল অামিনের।১২ মার্চ জাগো নিউজে ৫০ হাজার টাকায় অাটকে অাছে ঠাকুরগাঁওয়ের অাল অামিনের ভর্তি শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর পুরো টাকায় সহযোগিতা পেয়েছে তার পরিবার।রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন কিছু শিক্ষার্থী ও ঠাকুরগাঁও জেলা অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক অালম টুলু এই টাকা সহযোগিতা করেছেন।সোমবার বিকেলে প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে মোস্তাক অালম টুলু হরিপুর উপজেলার দামোল গ্রামে গিয়ে পরিবারটির হাতে মোট ৫৫ হাজার টাকা তুলে দিয়েছেন। এতে করে অাল অামিনের ভর্তিতে অার অার্থিক কোনো সমস্যা থাকলো না।এ সময় যাদুরানী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাইয়ুম পুষ্প, আল আমিনের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সোবহান ও আল আমিনের হাই স্কুলের প্রধান শিক্ষক রেজওয়ানুল হক বিশ্বাস মন্টুসহ এলাকার অনেকে উপস্থিত ছিলেন।এ ব্যাপারে মোস্তাক অালম টুলু জাগো নিউজকে বলেন, জাগো নিউজে সংবাদটি প্রকাশের পর তাৎক্ষণিকভাবে সব বন্ধু মিলে এই উদ্যোগটি হাতে নিয়েছি। অামি নিজেও রাজশাহী ক্যাডেটের ছাত্র ছিলাম। এ কারণেই বেশি অাগ্রহ কাজ করেছে। তিনি অারও বলেন, অাল অামিন ভর্তির পর অাগামী ৬ বছর তার বেতনসহ অন্যান্য খরচও মওকুফ করার চেষ্টা করছি অামরা বন্ধুরা।সংবাদটি প্রকাশের জন্য তিনি জাগো নিউজকে ধন্যবাদ জানান।উল্লেখ্য, অাল অামিন উপজেলার দামোল গ্রামের সাকিম অালীর ছেলে। সে রাজশাহী ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছে। সারাদেশের মধ্যে মেধা তালিকায় তার অবস্থান ২৮৭১।রবিউল এহসান/এমএএস/বিএ
Advertisement